৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে চার যুবক। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, শনিবার সকাল ১০ টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য আসলে হরিণটি পুকুরের কাঁদা ও পানিতে আটকে যায়। এসময় সে (প্রদীপ পাশি), মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করে। হরিণটি উদ্ধারের সময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়া হয়। খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করেন।
বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধার হওয়া মায়া হরিনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে বন্যাপ্রানি সংরক্ষক ও সেবক তানিয়া খান জানান, লাউয়াছড়ায় প্রানিদের তিব্র খাদ্য সংকট থাকায় বারববার তারা লোকালয়ে যাচ্ছে। লাউয়াছড়াকে ধ্বংসের হাত থেকে না বাঁচাতে পারলে প্রানিকুল হারিয়ে যাবে বলে আশঙ্কা তার।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766