ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


শ্রীমঙ্গলে চা বাগানের শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে চা বাগানের শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার
তাপস দাশ শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) আয়োজনে জাগছড়া চা বাগানে উক্ত প্রকল্পের অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করে ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নামক আন্তর্জাতিক সংস্থা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের মিলনায়তনে উপকারভোগী শিক্ষার্থীদের সকল অভিভাবকদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রিবিকা মহাপাত্র। প্রকল্পের অভিভাবকদের শিশু সুরক্ষা ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক বিস্তারিত আলোচনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর শিশু বিষয়ক কর্মকর্তা জুবেনা শাহনাজ।এতে আরও বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।

এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, জাগছড়া প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। আরও উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী ফ্লোরিস আমসে, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।

সেমিনারে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ৩২২ জন উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031