রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকা সহ ৭ জুয়ারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বুধবার (৩১ মে) শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের নতুন বাজার রোডস্থ এম ইসলাম ট্রেডিং এর পেছনে চা পাতার গোডাউনের গলিতে অভিযান পরিচালনা করে জুয়ারীদের আটক করেন।
আটককৃতরা হলেন ১। মোঃ নুরুল ইসলাম (৩২), ২। মোঃ মাহফুজ মিয়া (৩৪), ৩। মোঃ বদরুল (৩৪), ৪। মোঃ আরিফ হোসেন (২৪), ৫। মোঃ আক্তার হোসেন (৩০), ৬। সাদ্দাম হোসেন @ রনি(২৪) এবং ৭। মোঃ আক্তার হোসেন (৩৬)।
এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল (১০৪ টি) তাস এবং নগদ ২২৮০/- টাকা জব্দ করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা ঃ
১। মোঃ নুরুল ইসলাম (৩২), পিতা-মৃত নোয়াজ আলী, সাং-সোনার বাংলা রোড, ০৬ নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা, ২। মোঃ মাহফুজ মিয়া (৩৪), পিতা- মোঃ আব্দুল হক, সাং- শান্তিবাগ, ০৭নং ওয়াডর্, শ্রী মঙ্গল পৌরসভা, ৩। মোঃ বদরুল (৩৪), পিতা-মৃত আলাল মিয়া, সাং- মুসলিমবাগ (জালালিয়া সড়ক), ০৩নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা, সর্ব থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ৪। মোঃ আরিফ হোসেন (২৪), পিতা- মৃত বিলাল হোসেন, স্থায়ী সাং-নতুন বাজার, থানা- ফরিদগঞ্জ, জেলা-ফরিদপুর, বর্তমান সাং-সোনার বাংলা রোড (রেলওয়ে কলোনী), ০৬ নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ৫। মোঃ আক্তার হোসেন (৩০), পিতা- মোঃ ইরন মিয়া, স্থায়ী সাংছয়ত্রিশ, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- মৌলভীবাজার, বর্তমান সাং- সোনার বাংলা রোড (মনির মিয়ার বাসার ভাড়াটিয়া), ০৬ নং ওয়াডর্, শ্রীমঙ্গল পৌরসভা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ৬। সাদ্দাম হোসেন @ রনি(২৪), পিতা-মৃত তাহার হোসেন, সাং-শাহবন্দর, কনকপুর ইউপি, থানা ও জেলা- মৌলভীবাজার, ৭। মোঃ আক্তার হোসেন (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, স্থায়ী সাং- নাজিম উদ্দিন রোড, থানা-কোতায়ালী, ডিএমপি, ঢাকা, বর্তমান সাং-শাহীবাগ (হাজী শহিদ উল্লার বাসার ভাড়াটিয়া), শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
সংবাদটি শেয়ার করুন