২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে চোলাই মদ সহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি মোঃ আনোয়ার হোসেনসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কে পানসি হোটেলের সামনের পাকা রাস্তার উপর থেকে ১টি ভ্যান গাড়ীতে বড় ড্রামের ভিতর রক্ষিত ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধারসহ এঘটনায় জড়িত একজনকে আটক করে র্যাব-৯। আটককৃতর নাম মোঃ আমির হোসেন (৬০) পিতাঃ মৃত আব্দুর রহমান। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার মতলব উপজেলার নুপুর কান্দি বলে র্যাব সূত্রে জানা যায়। আটককৃতর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে থানায় হস্তান্তরের করা হবে বলে জানায় র্যাব।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com