রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেক কাটা ও অন্যান্য জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল উপজেলার পানসী রেস্টুরেন্টের হল রুমে সত্যের সন্ধানে প্রতিদিন’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সুশীল সমাজ ও সংবাদকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইপা বড়ুয়া, শ্রীমঙ্গল পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, ক্রীড়া সম্পাদক মো: মামুন আহম্মেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, গাজী টিভির জেলা প্রতিনিধি ও জাতীয় পদকপ্রাপ্ত সাংবাদিক হৃদয় দেবনাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ঝলক দত্ত, মো: রুবেল আহমদ, মিসবাহ উদ্দিন জোবায়ের ও মো: আব্দুস শুকুর প্রমুখ।
এসময় অতিথিবৃন্দরা দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকার ভূমিকা তুলে ধরে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন