ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


শ্রীমঙ্গলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৪,৬২১পরিবার

Red Times
প্রকাশিত জুলাই ৭, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৪,৬২১পরিবার

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

 

 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ উপহার পাচ্ছে শ্রীমঙ্গল পৌরসভার ৪,৬২১ টি পারিবার। মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন (ভিজিএফ) এর আওতায় উপকার ভোগীদের মধ্যে চাল বিতরণ করা শুরু হয়েছে।

 

 

আজ( ৭ই জুলাই) বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ এর আওতায় পৌরসভার সাধারণ মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।

 

পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মাহবুব আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পৌরসভায় মোট ৪৬২১ গ্রাহকদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হবে। এর মধ্যে
শ্রীমঙ্গল পৌরসভার ১নং ওয়ার্ডে ৪১৫ জন, ২নং ওয়ার্ডে ৭৪০জন, ৩নং ওয়ার্ডে ৬০১ জন, ৪নং ওয়ার্ডে ৩১৫ জন, ৫ নং ওয়ার্ডে ৬৯০ জন, ৬নং ওয়ার্ডে ৫৬৫জন, ৭নং ৫৬৫ জন, ৮নং ওয়ার্ডে ৫১৫, ৯নং ওয়ার্ডে ২১৫ জন নিয়ে মোট ৪৬২১ জনকে ১০কেজি করে ভিজিএফ এর আওতায় চাল বিতরণ করা হবে।

 

আজ ৪টি ওয়ার্ডের মোট ২০৭১টি পরিবারের মধ্যেএ চাল বিতরন করা হয়েছে। আগামীকাল সকালে থেকে বাকি ৬ টি ওয়ার্ডের ২৫৫০ টি পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।

 

শ্রীমঙ্গল পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ রেডটাইমসকে বলেন, ৪নং ওয়ার্ড থেকে মোট ৩১৫ জনকে ১০ কেজি করে মোট ৩১৫০ কেজি ভিজিএফ এর আওতায় চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে
উপহার এর মাধ্যমে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন। আমার পক্ষ থেকে পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদ সবার মাঝে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসুক এই কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031