রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ০১নং মির্জাপুর ইউনিয়নের ভবানপুর এলাকা থেকে ছালেক মিয়া নামে এক যুবককে আটক করে।
আটককৃত ছালেক মিয়া শ্রীমঙ্গল থানার ভবানপুর গ্রামের মৃত. কুদ্দুছ মিয়ার ছেলে।
ঘটনাস্থল পুলিশ তল্লাশী করে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪১০ পিস ইয়াবা ও নগদ ৪৪০ টাকা উদ্ধার করে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন