তাপস দাশ: মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাংবাদিকদের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে শ্রমিক সাধু যোসেফ ক্যাথলিক মিশনের হলরুমে কারিতাস সিলেট অঞ্চলের এসডিবি প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে ১টায় এর ইতি টানা হয়।
কারিতাস সিলেট অঞ্চলের এসডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা, সিনিয়র সাংবাদিক দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন। সভায় আরও বক্তব্য রাখেন আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, সাংবাদিক রুপম আচার্য্য, পিন্টু দেবনাথ ও মোনায়েম খাঁন। এছাড়া এসডিবি প্রকল্পের এনিমেটর বনিফাস লিটন সরেং প্রতিবন্ধী মানুষের অধিকার বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের কার্যকরী নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন