১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
পংকজ কুমার নাগ
শ্রীমঙ্গল উপজেলায় করোনার ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্ভোদন হয়েছে। স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এমপি’র প্রথম করোনার ভ্যাক্সিন গ্রহনের মাধ্যমে শ্রীমঙ্গলে এই কার্যক্রমের শুভ সূচনা হয়।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব (বেভুল), সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য, গতকাল শনিবার মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে ৫ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছে। শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্যাক্সিন গ্রহন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766