শ্রীমঙ্গলে রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি শফিক ও সম্পাদক কামাল

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

শ্রীমঙ্গলে রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি শফিক ও সম্পাদক কামাল

রূপক দত্ত চৌধুরী শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

 

শ্রীমঙ্গল উপজেলায় রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ) সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা প্রাঙ্গনে শ্রীমঙ্গল থানা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৯৭৩ এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের ভোট নিজনিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।সাকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনে ভোট প্রদানের মধ্যদিয়ে শেষ হয়।

 

নির্বাচনে মোট ভোটার ৭৭৩ জন। এর মধ্যে ৬৬১ জন তাদের ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী অংশ নেন ও সাধারণ সম্পাদক পদে ২ জন জন অংশ নেন।

 

ভোটের ফলাফলে সভাপতি পদে মোঃ শফিক মিয়া আনারস মার্কা নিয়ে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী চেরাগ আলী চেয়ার মার্কা নিয়ে ১৩৮ ভোট পেয়েছেন।

 

সহ-সভাপতি পদে ঘোড়া মার্কা মোঃ মতিউর রহমান ২৮৭, মোরগ মার্কা নিয়ে নূর মোহাম্মদ ১৬৮ ও আবদুল হাশিম চাকা মার্কা নিয়ে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হোন।

 

সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দী ২০৯ ভোট পেয়েছেন গরুর গাড়ী মাকা নিয়ে মোঃ ইব্রাহীম ভোট পেয়েছেন।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াছিন আম মার্কা নিয়ে ২৭৬ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী মোঃ রাসেল মিয়া কলস মার্কা ২৫৬ ভোট পেয়েছেন।

 

সহ-সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল মার্কা নিয়ে মোঃ রুবেল মিয়া ৩৪০ ভেট পেয়ে নির্বাচিত হোন।

 

সমাজকল্যাণ সম্পাদক পদে সিএনজি মার্কা নিয়ে ২৫৮ ভোট পেয়ে মোঃ মাছুম মিয়া নির্বাচিত হয়েছেন।

 

রাত ৮ ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মোঃ কাইয়ুম মিয়া নির্বাচন কমিশনের সদস্য সচিব পৌর কাউন্সিলর মীর এমএ সালামের উপস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণকারী বিজয়ী প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি নির্বাচনে অংশগ্রহণকারী নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রীমঙ্গলের প্রশাসন, সকল প্রার্থী, ভোটার, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031