তাপস দাশ: আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক চাই (নি স চা) এর সদস্যরা। শুধু শৃঙ্খলা ফেরাতেই নয়, শহরের চৌমুহনী সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেও দেখা যায় শিক্ষার্থীদের।
আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের মূল সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়ে নি। দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন। এমতাবস্থায় দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে ও শহরকে পরিচ্ছন্ন রাখতে দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থী ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সদস্যরা।
শৃঙ্খলার দায়িত্বে থাকা কাজী শহীদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, এই শহরটা আমাদের সকলের। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা ঘরে বসে থাকতে পারিনা। গোটা শহরটাকে শৃঙ্খলায় রাখার দায়িত্ব আমাদের। তাই ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছি। পথচারীদের যেন কোনো সমস্যা না হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা ভুমিকা পালন করছি।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা কোনো কার্যক্রমে নেই। গত কয়েকদিনের তুলনায় আজ শহরে ব্যস্ততা বেড়েছে। পরিস্থিতি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থাকব।
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে আসা শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিনে শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা জমে আছে। সেগুলো অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং এরিয়াতে ফেলে আসছেন। শিক্ষার্থীদের এই কার্যক্রমের সাথে যুক্ত হতে দেখা যায় বিভিন্ন শেণী-পেশার মানুষ।
নিরাপদ সড়ক চাই (নি স চা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় ‘নিরাপদ সড়ক চাই’ বাংলাদেশের সকল শাখায় যানযট নিরসনে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল শাখার সদস্যদের নিয়ে সড়কে দূর্ঘটনা এড়াতে এবং ট্রাফিকের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি। এই কার্যক্রমের সাথে যোগ দিয়েছেন শ্রীমঙ্গলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ। শহরে পুলিশের কোনো দৃশ্যত কার্যক্রম না থাকায় যানযট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন