১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
রুপক দত্ত শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ শুক্কুর মিয়া(২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) ভোর ০৩.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত ২০ মার্চ শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর(কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদের ভাড়া বাসার গ্যারেজের ভেতর থেকে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি, রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, ইঞ্জিন নং- HA10ERH9J1252, চেসিস নং- PS1HAR145HJL01270 মোটরসাইকেলটি অজ্ঞাত লোকেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিকের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল থানার একটি টিম নিয়ে মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে কাজ শুরু করে।
গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার বীরগাঁও এলাকায় আসামির বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত শুক্কুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে তার বসতবাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি করে মামলার চোরাই লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়াও ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকোভার ১৫০ সিসি এবং একটি লাল রঙের ডায়াং রানার মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর মিয়া তার সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানার মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলসহ আটককৃত শুক্কুর মিয়া আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতির খবর পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করেছে ও তার সহযোগীদের নাম ঠিকানাও প্রকাশ করেছে। মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের অভিযান চলছে। গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ ব্যপারে আরোও জানা গেছে, শ্রীমঙ্গলে চোর চক্রের সাথে জড়িত কিছু প্রভাবশালী লোকজনের সম্পৃক্ততা থাকতে পারে। যা উদঘাটন ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com