১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আলাউদ্দিন নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে ২০০৯ সালের শ্রীমঙ্গল থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এছাড়াও আসামি আলাউদ্দিনের বিরুদ্ধে জিআর ১৪০/১১ এবং জিআর ১৫১/১৩ (ধারা ৩০২/২০১/৩৪) মামলায় বিজ্ঞ আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু ছিল।
গ্রেফতারকৃত আলাউদ্দিন দীর্ঘ দিন যাবত পলাতক ছিলেন। তিনি শ্রীমঙ্গল থানাধীন সাইটুলা গ্রামের কাছুম আলীর ছেলে।
আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com