রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল- সিআর-২৬১/০৭ (বন) মামলায় ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানাভুক্ত আসামি ১। বলাই সাওঁতাল, পিতা-মুকদেত সাওঁতাল, সাং-ভাড়াউড়া চা বাগান, ২। সিআর-৯৭/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামি আকবর আলী, পিতা-ব্চ্চু মিয়া, সাং-কালীঘাটরোড, ৩। জিআর-৩২০/২২ (শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হক (৩৫), পিতা-মৃত ইছুব আলী, সাং-গুলগাঁও, ৪। জিআর-২৭৭/২২ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি সাধু পটনায়েক, পিতা-রজ পটনায়েক, সাং-রাজঘাট চা বাগান, ৫। জিআর-১৭/১৮ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি সীমান্ত পটনায়েক, পিতা-মৃত সতিশ পটনায়েক, সাং-ফুসকুড়ি চা বাগান, ৬। সিআর-২০৫/২৩ (শ্রী:) মামলায় সবুজ আহমেদ, পিতা-আব্দুল হাই, সাং-লইয়ারকুল, ৭। ননজিআর-৮১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ মাহফুজুল ইসলাম ফাহাদ (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং-সিন্দুরখান বাজার, বর্তমান সাং-মিশন রোড, মিনহাজ মঞ্জিল, ৮। জিআর-২৭৫/২০১৬( শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি বাবুল গোস্বামী, পিতা-মানিক গোস্বামী, সাং-ভাড়াউড়া চা বাগান, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং ৯। শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫(০১)২০২৩ইং এর এজাহারনামীয় আসামি জয়নাল হাজারী (৪৫), পিতা-গেদু মিয়া, সাং-মহলাল (পোঃ মহলাল ০৮ নং মনসুরনগর ইউপি), থানা-রাজনগর, এ/পি সাং-কাজির গাঁও, (পূর্ব) ০৩নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, থানা-মৌলভীবাজার সদর, জেলা –মৌলভীবাজার।
আজ (২৪ জুন) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন