ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার-৪

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৮, ২০২৩, ০২:৩৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার-৪

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

শনিবার (১৭ জুন) শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে ০২ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি ও ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-২/১৯ (শ্রী:) মামলায় ০২ মাসের কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি ১। মোঃ ইমাদ উদ্দিন এবং জিআর-১৪/২৩ (শ্রী/ জিআর-২৫১/২২ (শ্রী:)/জিআর-৩২৬/২২ (শ্রী:)/ ৫। জিআর-২৮৩/২২ (শ্রী:)/ ৬। জিআর-১৭৮/২২ (শ্রী)/ জিআর-২৭৪/২২ (শ্রী:)/জিআর-২০১/২২ (শ্রী:) এবং জিআর-২০৬/২২ (শ্রী:) মোট ৮ মামলার
পরোয়ানাভুক্ত পলাতক আসামি ২। সুজন মিয়া (৩০), পিতা-ফিরোজ মিয়া, সাং-জাম্বুরাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।

এছাড়া শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে জিআর-১৬৭/২২ এর পরেয়ানাভুক্ত আসামি ৩। মোঃ সাগর মিয়া ওরফে  সাগর (২২), ননজিআর-৫৯/২৩ এর ওয়ারেন্টভুক্ত ৪। অনন্তকরকে গ্রেফতার করা হয়।

সকল আসামিকে আজ (১৮ জুন) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031