প্রদীপ মিত্র
ন্যায়তো যুধ্যামানশ্চ সংগ্রামাভিমুখে হতাঃ
– শিব পুরাণম্
নিষ্ঠুরতার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, নারীর অপমানের
বিরুদ্ধে, ঐ মহৎআনন্দযজ্ঞ ভঙ্গকারীর বিরুদ্ধে, অতি
ঘৃণ্য ঘাতকের বিরুদ্ধে, – প্রবল সনাতন গর্জে উঠেছেন
যেন ভক্তিমগ্ন শ্রী শ্রী চৈতন্যদেবের সুদর্শনচক্র গর্জমান।
ভক্ত-অপমান কখনো না সয় ভগবান। মাটির মমতা
বাঁশঝাড়ের অপার শোভা তছনছ করে যারা হতে চায়
বেহুদা পথের দিশা, – আমাদের পিতামহগণ, একদিন
পথহারাদের সুপথের ডাকে হয়েছেন অমল-ধবল!
পিতামহগণ, সেইসব অনাহূত লাঞ্ছনার বিপরীতে
ভক্তি-বিনয় বিনষ্টকারীদের বিরুদ্ধে, সতেজ বেগে ফের
দাঁড়ালেন সনাতন যেন তরুণ-তপন-প্রভাতবেলার
বিকিরণে চিরশুদ্ধ; মুগ্ধ হবে মা-মাটির মহোত্তম বোধ…
গ-গ্রামে, এক সনাতন, মঙ্গল শঙ্খের ধ্বনির মতোন
রক্তধ্বনি ছড়িয়ে ছিটিয়ে জেগে জেগে উঠে জাগ্রত কীর্তন…।
বগুড়ার গণ্ড গ্রাম-এর ৫৯ তম হরিবাসর [২০১৬] চলাকালে মঙ্গলযজ্ঞভঙ্গকারী
জঙ্গীদের বিরুদ্ধে প্রতিবাদের সম্মুখে নিহত হন সনাতন মোদক। তাঁর
স্মৃতির স্মরণে স্থাপিত শ্বেতপ্রস্তরে উৎকীর্ণ বক্ষমান কবিতাটি
পল্লীবাংলা সমাজ উন্নয়ন সংস্থা [২০১৭] স্থাপন করেন। দেশবাসী অশ্রুচোখে
নিবেদন করেন সংগ্রামের অর্ঘ্যমালা।
সংবাদটি শেয়ার করুন