২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী এওয়ার্ড জয় করেছেন আবু সাঈদ খান এবং অভিনেত্রী ফারজানা ছবি ।
সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাসটিভেল’২০২০ এ এম সাখাওয়াৎ হোসেন’র ” জয়নগরের জমিদার ” চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারা এ সম্মানে ভূষিত হলেন। সেমন্তী মিউজিক এর ব্যানারে নির্মিত নারী বিদ্রোহের পটভূমিতে এ মুভিটি গত বছর ইতালীর রোমে প্রিমিয়ার শো হয়ে, চলতি বছরের জানুয়ারীতে সারাদেশে মুক্তি পেয়ে বিকল্প ধারার মুভি হিসেবে বেশ আলোচনায় আসে। আমরা “জয়নগরের জমিদার ” মুভির সার্বিক সাফল্যেকে পরিশ্রম আর মেধা চর্চার ফসল হিসাবে ধরে নিয়ে সামনে এগিয়ে চলেছি। অভিনেতা হিসেবে আন্তর্জাতিক উচ্চতায় আসিন হলেন জয়নগরের জমিদার খ্যাত অভিনেতা আবু সাঈদ খান। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় দক্ষতার সাথে অভিনয় করে
দর্শকের নজর কাঁড়তে সমর্থ হয়েই তার খ্যাতি থেমে থাকেনি। আজ জয়নগরের জমিদার ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নমিনেশন পাওয়াই প্রমান করে তিনি গল্পকে সৃজনশীলতার সাথে টেনে নিতে পেরেছিলেন বলেই চলচ্চিত্র বোদ্ধাগন একে নমিনেশন দেবার কথা ভাবতে পেরেছেন। আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছে, দক্ষিন এশিয়ার দেশ গুলোর মধ্যে ঃ ভারত,চীন,ইন্দোনেশিয়া,ইরান,ইসরায়েল,প্যালেষ্টাইন,পাকিস্তান,ফিলিপাইন,দক্ষিন কোরিয়া,তুরস্ক,কাজাখিস্তান,সিরিয়া,সংযুক্ত আরোব আমিরাত,উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
ইউরোপীয় দেশ গুলোর মধ্যে প্রতিযোগিতায় নমিনেটেড হওয়া দেশ গুলো, বসনিয়া ও হার্জেগভিনা, ফ্রান্স, জার্মানী, গ্রীস, জর্জিয়া, ইতালি, কসোভো, নেদারল্যান্ড,নরওয়ে,পতুর্গাল,
রাশিয়া,স্পেন এবং যুক্তরাজ্য।
আমেরিকা ও মহাসাগরীয় দেশ গুলোর মধ্যে যে দেশগুলোর মুভি নমিনেটেড সে দেশ গুলো হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, কিউবা, কানাডা, পেরু,ভেনিজুয়েলা,মিসর, মরক্কো,নাইজেরিয়া, অষ্টেলিয়া,নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রধান।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766