২রা মার্চ ২০২১ ইং | ১৭ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কসাই কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার ঘটনায়শুক্রবার রাতে গ্রেপ্তার আবুল আসাদকে এদিন আদালতে হাজির করে ৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) গোলাম আযম।
অন্যদিকে আসামির আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, আবুল আসাদ প্রবীণ সাংবাদিক, তিনি অসুস্থ। তাকে জিজ্ঞেস করতে রিমান্ডে নেওয়ার দরকার নেই। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞেস করা যেতে পারে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ মিয়া জানান, শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ডে নিয়ে আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766