তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবাদপত্রে বঙ্গবন্ধু গ্রন্থটি বংগবন্ধু ও জাতিকে নিয়ে ইতিহাসবিকৃতি, তথ্য ধামাচাপা ও মিথ্যাচারের জবাব।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়াধীন পিআইবি প্রকাশিত এগ্রন্থের তৃতীয় খন্ডের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গ্রন্থটি সাক্ষ্য দিচ্ছে, বঙ্গবন্ধু কি দূরদর্শিতা, সাহসিকতা নিয়ে বাংগালির অধিকার, স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছেন এবং তা অর্জন করেছেন। বাঙালিদের ওপর, বঙ্গবন্ধুর ওপর পাকিস্তানি নির্যাতন এবং বঙ্গবন্ধু যে শত অত্যাচারের মুখেও তাদের সাথে কোনো মিটমাট করেননি- তারও সাক্ষী এই সংবাদপত্রের দলিল, বলেন হাসানুল হক ইনু।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নিরপেক্ষতার নামে গণমাধ্যম কখনো অন্যায় ও অপরাধীর পক্ষ নিতে পারেনা’
পিআইবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
সংবাদটি শেয়ার করুন