৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি)সূত্রে জানা গেছে এ খবর ।
আজ সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।
আজ অনুষ্ঠিত কমিশনের ৪৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসি সচিব বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভোটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই। আগে ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানিয়েছিল কমিশন।
সংরক্ষিত মহিলা আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন।
সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোন যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766