এসবিএন ডেস্ক: বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বরগুনার পুলিশ সুপারকে শিগগিরি মামলা করার জন্য কমিশন থেকে নির্দেশনা পাঠানো হচ্ছে। এর আগে বিগত পৌরসভা নির্বাচনে দু’ফা বিধি লঙ্ঘনে তাকে সতর্ক করেছিল ইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, ‘এমপি রিমনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হবে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এবং সরকারী কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না।
আইনানুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার শাস্তির বিধান রয়েছে।
কিন্তু বিধি ভঙ্গ করে এমপি রিমন গত ৫ মে বেতাগী উপজেলার ২নং কিসমত ভোলানাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেওড়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন।
পল্লিবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের নামে আয়োজিত ওই জনসভায় এমপির পছন্দের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়াও এমপি রিমন প্রার্থীদের মঞ্চে তুলে তাদের পক্ষে ভোট চান। ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিভিন্নভাবে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার জন্য প্রভাব বিস্তার করেন।
একইভাবে রিমন দলীয় কার্যালয়ে বসে আওয়ামীলীগ প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠকও করেছেন বলে অভিযোগ রয়েছে।
আচরণ বিধি লঙ্ঘনের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে ইসি সচিবালয় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে। এর আগে পৌরসভা নির্বাচনেও সংসদ সদস্য রিমনকে আচরণবিধি লঙ্ঘনের কারণে ইসি শোকজ (কারণ দর্শানোর) নোটিশ দেয়।
সংবাদটি শেয়ার করুন