এসবিএন ডেস্ক: প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার বিকেলে সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। পরে ইসি তার শূন্য আসনে উপনির্বাচনের ব্যবস্থা নিলে গত ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংবাদটি শেয়ার করুন