২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮
রাগরঙ সঙ্গীত আকাদেমি আয়োজিত প্রয়াত সঙ্গীত শিক্ষক শ্রী আদিত্য মোহন বাগচী’র সম্মানে স্মরণ সভা মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মঙ্গলবার । রাগরঙ সঙ্গীত আকাদেমির অধ্যক্ষ রনি প্রেন্টিস রয় এর সভাপতিত্বে আলোচনা করেন লেখক,গবেষক মুজিবুর রহমান মুজিব,কবি মায়া ওয়াহেদ,এডভোকেট বিশ্বজিৎ ঘোষ,নাট্যকার আব্দুল মতিন,উদীচীর সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী,এড.কাঞ্চন দাশগুপ্ত,সুর নিকেতনের সভাপতি শিবপ্রসন্ন ভট্টাচার্য, সংস্কৃতিজন নির্বেন্দু নির্ধতূ ,পুলক কান্তি ধর প্রমুখ। শুরুতেই প্রয়াত সঙ্গীত শিক্ষক প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে শোক নিরবতা পালন করা হয়।স্মরণ সভায় স্বাগত ভাষন দেন এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস । মৌলভীবাজারে সংস্কৃতি অঙ্গণে আদিত্য মোহন বাগচী’র অবদানের কথা তুলে ধরেন বক্তারা ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com