২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৮
ঈদ-উল-ফিতরের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সকালে তথ্যসচিব আবদুল মালেকের নেতৃত্বে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, অতিরিক্ত সচিবগণের মধ্যে মোঃ আবুয়াল হোসেন, মোঃ মোশাররফ হোসেন, পরিতোষ চন্দ্র দাস, মোঃ আজহারুল হকসহ সকল কর্মকর্তা-কর্মচারী এ শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এসময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয় নিয়ে তথ্যমন্ত্রীর সাথে মতবিনিময় করেন।
ঈদ-উত্তর আলাপকালে ইনু বলেন, ‘ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। কোথাও তেমন যানজটের খবর আমরা শুনিনি, কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা।’ তথ্যমন্ত্রী এপ্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, ‘যোগাযোগ ক্ষেত্রে তার প্রচেষ্টা আন্তরিক ও ঐকান্তিক।’
এবার ঈদে রেল যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ছিল উল্লেখ করে ইনু বলেন, ‘রেলের ব্যাপক উন্নতি হয়েছে। আমি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি মানুষের দুর্ভোগ বোঝেন, নিজে তত্ত্বাবধান করে এ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসময় ঈদের পরের দিন বিএনপি’র বক্তব্য খন্ডন করে বলেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে দেশের মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি, এটা সঠিক নয়। এবারের ঈদ মানুষ উৎসবমুখর পরিবেশে পালন করেছে।’
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি শেখ মুজিব মেডিকেল বা সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766