সচীনের সাথে ক্রিকেট খেলছেন কে এই নারী?

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

সচীনের সাথে ক্রিকেট খেলছেন কে এই নারী?

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রথমবার ভারতে সফরে উইলিয়াম-কেট। ৭ দিনের সফরে আজ দুপুরেই মুম্বাই পৌছছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ছাব্বিশ এগারোর জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাজ দম্পতি।

ঘুরে দেখেন তাজ হোটেল। কথা বলেন হামলার সময় দায়িত্বে থাকা হোটেল স্টাফদের সঙ্গে।

সেখান থেকে সোজা ওভাল গ্রাউন্ডে চলে যান উইলিয়াম-কেট। ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইনার আউটফিটে সচীন টেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট।

দিল্লি থেকে আগ্রা যাবেন রাজ দম্পতি। ঘুরে দেখবেন তাজমহল। এছাড়া অাসামে কাজিরাঙ্গা অভয়ারণ্যও ঘুরে দেখবেন উইলিয়াম-কেট।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930