১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬
এসবিএন ডেস্ক: বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক ড. মাহবুবুল আলম তালুকদার বলছেন, ‘দুর্ঘটনা বিশেষ করে নিহত মানুষের প্রকৃত সংখ্যা বোঝা মুশকিল। কারণ, এ তথ্য সংশ্লিষ্ট দফতরগুলোতে ঠিকমতো রেকর্ড হয় না।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর বা কেউ নিহত হলে সে তথ্য সিটি করপোরেশন, স্থানীয় পৌরসভা বা এ ধরনের প্রতিষ্ঠানগুলো, এমনকি পুলিশের কাছেও সে রেকর্ড সংরক্ষণের মতো সমন্বয় নেই। ফলে অনেক তথ্যই অজানা থেকে যায়, আর এ কারণে প্রকৃতপক্ষে কত নিহত হয়েছে গত এক বছরে তাও বোঝা যায় না।’
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তালুকদার বলেন, ‘পরিসংখ্যান একেকভাবে উপস্থিত হয়। অনেক ক্ষেত্রে যারা শুধু মারা যায় তাদেরটাই রেকর্ড হয়। কিন্তু তাতে প্রকৃত সংখ্যা সেভাবে পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগে ব্যর্থতা বা শিথিলতার কারণেই দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা কমাতে আচরণগত পরিবর্তন আনা জরুরি।’
বাংলাদেশে এক সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, গত বছরে সড়ক দুর্ঘটনায় সাড়ে আট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার এই মহামারী আকার ধারণ করার কারণ হিসেবে সমন্বিত পরিকল্পনার অভাব এবং আইন প্রয়োগের ব্যর্থতাকে দায়ি করেন তালুকদার।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766