এসবিএন ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে আগের সব সন্ত্রাসী ঘটনার সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খান কামাল। সব ঘটনা একই সূত্রে গাঁথা ও এসবের পেছনে আন্তর্জাতিক চক্রান্ত আছে বলে তিনি মন্তব্য করেন। আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আয়োজিত বার্ষিক সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আগের সব সন্ত্রাসী ঘটনার তদন্ত হয়েছে। এই ঘটনারও তদন্ত হবে।
সংবাদটি শেয়ার করুন