১৮ই এপ্রিল ২০২১ ইং | ৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
সাদ্দাম হোসেন
আগামী বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে তিনি বলেন, আমাদের প্রাণের স্বদেশকে অস্থিতিশীল করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। তারা এদেশের শান্তিপ্রিয় মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের গুজবে বিভ্রান্ত করে এবং উস্কানি দিয়ে বিশ্বপরিমন্ডলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে। এরা অপরাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠা ‘জাতির পতাকা খামচে ধরা সেই পুরনো শকুন’, স্বাধীনতা বিরোধী অপশক্তি। এদের প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী, সকল রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজপথ কাঁপিয়ে প্রতিবাদ-প্রতিরোধের ঝাণ্ডা তুলেছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আর দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ। সেই গৌরবান্বিত ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিতায় বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে “সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশ”।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766