সৌমিত্র দেব
সবুজ পাহাড়ের ওপরে ঘরগুলো খুব সুন্দর ।
দুর্গম ওই এলাকায় আমাদের ভাই থাকে, বোন থাকে।
আমরা দূর থেকে ওদেরকে দেখি,
আর ভাবি সমতল থেকে অনেক উঁচুতে – ওটাই তো স্বর্গ ।
যেভাবে কৈলাসের চূড়ায় থাকেন মহাদেব
অলিম্পাসের চূড়ায় জিউস ।
কিন্তু আমাদের আত্মীয় স্বজনেরা অনেকেই খুব হিংসুক ।
তারা স্বর্গটাও দখলে রাখতে চায় ।
বহুদিন ধরে সেখানে তারা জোর করে করছে জলপাইয়ের চাষ ।
পাহাড়ে আগুন
হাত পা বাঁধা ছিল পাহাড়ি ছেলেটার
গান গেয়ে গেয়ে জান্তব উল্লাসে তাকে কুপিয়ে মারছে
হানাদার বর্বর সেটেলার কতগুলো ছেলে
আমি ওদেরকে বাঙালি বলে পরিচয় দিতে পারবো না।
ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
এ রকম আরেকটা ভিডিও দেখলাম
একটা ছেলের হাত বেঁধে তাকে বেধরক পেটানো হচ্ছে ।
পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে
ভয়ার্ত নারী, শিশু , বৃদ্ধ ।
তারা পালিয়ে যাচ্ছে আরো দুর্গম পাহাড়ে, আরো গভীর অরণ্যে
তারা বুঝে গেছে , এটা আর তাদের দেশ নয় ।
সশস্ত্র জলপাই গাছগুলো তাদেরকে ধরতে পারলেই
হাতে অস্ত্র গুঁজে দিয়ে ফটো সেশন করবে ।
সংবাদটি শেয়ার করুন