২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসবিএন ডেস্ক: উচ্চ আদালতের সব রায় বাংলায় দেয়া ‘কষ্টকর’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘উচ্চ আদালতে মামলার সংখ্যা বেশি। বিচারকের স্বল্পতাও রয়েছে। নিয়মিত বিচারকাজ করতেই দেরী হয়, এই দীর্ঘসূত্রতা কাটাতে আমরা চষ্টো করছি।’
এর মাঝেই অনেক বিচারক বাংলায় বেশ কিছু রায় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘একজন বিচারককে অনেক সময় দিনে এক’শ মামলার রায় ও আদেশ দিতে হয়। সবগুলো যদি আমরা বাংলাতে দিতে বলি, তাহলে সেটা কষ্টকর হয়ে যাবে।’
এ ছাড়া অনেক আইন ও দেশী-বিদেশী রেফারেন্স ইংরেজিতে হওয়ায় বাংলায় রায় দেয়া অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে বলেও জানান এস কে সিনহা।
তিনি বলেন, ‘ইংরেজীতে রায় দেওয়াই প্রচলিত। অনেক আইনও ইংরেজীতে। দেশ ও দেশের বাইরের প্রায় সব রেফারেন্স ইংরেজীতে। এই অবস্থায় বাংলায় রায় দিতে হলে আগে জনবল সংকট কাটাতে হবে। এরপর বিষয়টি চিন্তা করা যাবে।’
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় হাইকোর্ট ও আপিল বিভাগের অর্ধশত বিচারক প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766