কামরুজ্জামান হিমু:
সিটিমেড গ্রুপ, বাংলাদেশ এবং সল গেটওয়ে ডেভেলপারস গ্রুপ ,কোরিয়া এর মধ্যে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সিটিমেড গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল আজম খান , ব্যবস্থাপনা পরিচালক জনাব কাউসার হোসেন ভূঁইয়া এবং সলগেট ওয়ে ডেভেলপার্স গ্রুপ কোরিয়া এর চেয়্যারম্যান/সি ই ও মি. কেন জেন মুন উপস্থিত থেকে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিমেড এর ডিরেক্টর মোঃ শাহ আলম চৌধুরী, মোঃ আকতার হামিদ তাজু, মি. কিম (কোরিয়া) এবং মি ওয়াং বো।
উক্ত চুক্তির আওতায় রিয়েল এস্টেট, এক্সপোর্ট প্রসেসিং জোন(EPZ), বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল এবং সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সংবাদটি শেয়ার করুন