৪ঠা মার্চ ২০২১ ইং | ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার সকালে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান রেডটাইমসকে এ তথ্য জানান । আহত মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি ।
সমাজকল্যানমন্ত্রী আজ সকাল সাতটায় ৪ নং মিন্টো রোডের সরকারি বাংলোতে প্রতিদিনের মতো পায়চারি করছিলেন। এ সময় শেওলাযুক্ত রাস্তায় হঠাৎ পড়ে যান। এতে তাঁর হিপ জয়েন্টে (কোমরের কাছে পায়ের হাড়ের সংযোগ) প্রচণ্ড আঘাত লাগে। সকাল আটটায় মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নিয়ে এক্স–রে করালে তাঁর বাঁ পায়ের হিপ জয়েনের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানান। হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচারের নির্দেশনা দিয়েছেন।
মাইদুল ইসলাম বলেন, সমাজকল্যাণমন্ত্রীকে আগামী তিন দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। মন্ত্রী এখন সুস্হ আছেন বলেও জানান তিনি।
২০১৪ সালে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে বিমান ও পর্যটনমন্ত্রী হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। চলতি বছরের মন্ত্রিসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766