১৮ই এপ্রিল ২০২১ ইং | ৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
সমাজতন্ত্র অলীক কল্পনা নয়, এটা বাস্তব : রাশেদ খান মেনন এমপি
কমরেড রাশেদ খান মেনন এমপি বলেন “সমাজতন্ত্র অলীক কল্পনা নয়, এটা বাস্তব। রুশ বিপ্লবের মধ্য দিয়ে এটি বাস্তবে প্রয়োগ হয়েছিল। আমাদের সংবিধানে আমরা সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছি, সুতরাং তার বাস্তবায়ন সাংবিধানিক দায়িত্ব।তিনি শনিবার ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ মিনারে অক্টোবর বিপ্লবের শতবার্ষিকীতে সমাপনী সমাবেশে পার্টির এ কথা বলেন । তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এটা দুঃখজনক যে, দেশের অর্থনীতি নয়া উদারনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে তার নিয়ন্ত্রণ চলে গেছে লুটেরা পুজিপতিদের হাতে। সৃষ্ট হচ্ছে আয় বৈষম্য। গ্রাম-শহরের মধ্যে বৈষম্যের বিপরীতে সমাজতান্ত্রিক আদর্শনীতি গ্রহণ করা না হলে উন্নয়নের সুফল জনগণ পাবে না।”
মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গত ২৬ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটে সেমিনারের মধ্য দিয়ে উদ্বোধনী ঘোষণা করে এবং দেশব্যাপী সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, সমাবেশ, আলোচনা সভার মধ্য দিয়ে পালনের আহ্বান জানায়। দেশের অধিকাংশ জেলাতে আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। সমাবেশে ঘোষণা পাঠ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। সভা পরিচালনা করেন পার্টির পলিটব্যুরো সদস্য জননেতা কমরেড নুর আহমদ বকুল। সভায় পলিটব্যুরো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কয়েক হাজার মানুষের কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকার সুসজ্জিত বর্ণাঢ্য র্যালী শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্তর, হাইকোর্ট মাজার রোড, কদম ফোয়ারা, পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766