২০শে জানুয়ারি ২০২১ ইং | ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
এসবিএনঃ জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার জঞ্জালমুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড় করানো, যুদ্ধাপরাধীদের বিচার কাজ অব্যাহত রাখা, সন্ত্রাসবাদ-অন্তর্ঘাত-নাশকতা-আগুন সন্ত্রাসের হোতা ও তাদের ঘাঁটি নির্মূল করতে জনগণকে সাথে নিয়ে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে সাথে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
সুশাসন-অংশগ্রহণমূলক গণতন্ত্র নিরাপদ ও নিশ্চিত, জঙ্গিবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত, সন্ত্রাস-দুর্নীতি-বৈষম্যের অবসান করতে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জননেতা হাসানুল হক ইনু এমপি ও শিরিন আখতার এমপি’র নেতৃত্বে জাসদ এর সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
অগ্নিঝরা মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকাল ৫টায় সিলেট জেলা জাসদ’র উদ্দ্যোগে পতাকা মিছিল বের হয়। মিছিলটি সিটি কর্পোরেশন চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় জেলা জাসদ নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা জাসদের সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, সহ-সভাপতি মুহিদ আহমদ মুক্তা, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল হাসিব চৌধুরী, দপ্তর সম্পাদক মো. রেজাউল কিবরিয়া লিমন, সমাজসেবা সম্পাদক মাহতাব উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ চাঁন মিয়া, সহ-সম্পাদক আব্দুল কবীর, সহ-সম্পাদক হুমায়ুন কবীর, সহ-সম্পাদক শান্তনু সেন, সদস্য যথাক্রমে শমসের আলম আলমগীর, আহমদ আব্দুল হাই, আলতাফ হোসেন, ইসহাক আলী, মুজাহিদুল মোস্তফা, আব্দুল মান্নান, মুকুল আহমদ, ইউসুফ আফসারুজ্জামান দেলোয়ার প্রমূখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766