এসবিএন, সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই প্রতিনিধিঃ যুক্তরাজ্যে অবস্থানরত দিরাই চন্ডিপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে হাওর পাড়ের শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব দুরীকরণ ও হতদরিদ্র মানুষের সেবা করার লক্ষে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে নামে একটি সমাজ সেবামূলক সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে লন্ডনের মেনুয়ার পার্ক এলাকার বিবিয়ানা গ্রিল রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
দিরাই পৌরসভার সাবেক মেয়র কমিউনিটি নেতা আজিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে মোহাম্মদ টিপু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা দোলন মিয়া, খালিদ মিয়া, মামুন সাদেক, নজরুল ইসলাম, মাসুক সর্দার, অহিদ উদ্দিন, তফাজ্জল হক তপু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ টিপু চৌধুরীকে আহবায়ক করে ৫৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক হলেন দোলন মিয়া, খালিদ মিয়া, মামুন সাদেক, নজরুল ইসলাম, মাসুক সর্দার, অহিদ উদ্দিন, তফাজ্জল ইসলাম তপু।
সদস্য হলেন আজিজুর রহমান বুলবুল, শফিকুল ইসলাম, সইফুল্লা, সলিম উল্ল্যা, মাহমদ মিয়া, হাবিবুর রহমান হবু, শাহরিয়ার খোকন, লুৎফুর রহমান, দিলন মিয়া।
সংবাদটি শেয়ার করুন