ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সম্প্রীতি ও সম্প্রতি

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ণ
সম্প্রীতি ও সম্প্রতি
মোস্তফা মোহাম্মদ

 

পাহাড় নদী সাগর যদি রক্তগঙ্গা হয়,
রাজনীতি বানভাসি জবাব কাহার দায়;

ধানের গলা মাছের জলা শস্যশ্যামল দেশ,
মাতৃছায়ায় প্রীতিমায়ায় গীতল অনিঃশেষ;

হার্মাদ ওই দস্যুদল আর ইংরেজ ওলন্দাজ,
সাধনভজন টেক্কারুইতন দেশের সর্বনাশ;

স্বাধীন দেশের মানুষজন প্রীতিময় থাকো,
মাতৃভূমির পতাকায় আপন সুরত দ্যাখো;

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031