ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক গ্রেফতার

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ণ
সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক গ্রেফতার

 

টাইমস নিউজ

সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ রিপোর্ট লিখার সময় (রাত ১২টা) তাকে ঢাকায় আনা হচ্ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার মাজহার ছিলেন পুলিশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়।

পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গত রোববার দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শোয়াইবুর রহমান ও সজীব সরকার। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ। গ্রেফতার জয় এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী মাজহারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। এই ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবে ওসি মাজহারসহ ডিএমপি সাবেক কয়েকজন পদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031