৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
হাসিদা মুন
ঝুম বৃষ্টি হচ্ছে
বাইরে বজ্রপাত বিরতি
বেশ খানিকটা আলো জ্বালানো দরকার
কাব্যিক পৃষ্ঠাগুলির জন্য আলো চাইছি
কোন মহান প্রতিজ্ঞার সমঝোতার সামঞ্জস্য
দেখার জন্য মনো মাঝে আহাজারি
অদ্ভুত একঝাক খেয়ালী কেলেঙ্কারি
খবর আসছে
এত ইন্তেকাল দশেক জুড়ে
এত অদৃশ্য হয়ে যাওয়া
একসাথে কে বইবে বলো
ঐতিহ্যবাহী মরণ দ্রবীভূত হতে হতে
দৃশ্য থেকে দৃশ্যতীত হতে হয় সব কিছুকেই
বোঝা যাচ্ছে
রাজনীতি ক্রমশ দরিদ্র জিনিসের কাতারে উঠে এসেছে
সমৃদ্ধ কোন আলাপচারিতা নেই দমবন্ধ ইতিহাসে
কিছু আশা বিরাগ হয়ে শয্যাত্যাগ করে এলো
দুয়ার খুলে বাইরে তাকানোর ইচ্ছে হলো
করুণার সঙ্গে আমাদের ভুলগুলোও
সটান দরজা দিয়ে বেরিয়ে যাক
ভালোবাসা এলো
পুণ্য এক বিমূর্ত ভালবাসাকে
কি করে বহিস্কার করে দেবো বলো
সপ্তাহের সহকারী ছুটির আদলে বাল্যকাল এসেছিলো
পরে প্রচুর মাস- বছরের সমষ্টি শেষ হলে
তুমি কাছে এলে
কামার্ত গোল্লাছুট ঠ্যাং টেনে ধরে
নিয়ে যায় আরো কাছে
সবসময় সচেষ্ট থাকে সরীসৃপের পায়ে এগুতে
নিঃশব্দ নিভৃতে
নীল শয়তানদের দল আসে ছিন্ন ভিন্ন অবয়বে
ভাবে না দেশের দশের দশাটাই বা – কি হবে ?
চলো – ‘আদম’ চাষ’ করে যাই নিরেট জান্নাতের বিনিময়ে
নীল রোম্যান্স বয়ে যাক সময়ের অসময়ে …
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766