২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নয় দফা দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে জড়িত চালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে সহিংস হয়ে উঠেছে আন্দোলনকারীরা ।
তাদের উদ্দেশে তিনি বলেছেন, দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে।
জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর প্রতিবাদে গত দুদিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের কারণে রাজধানীর সড়ক যোগাযোগ বিপর্যস্থ অবস্থায় পড়েছে।
এই পরিস্থিতির মধ্যে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকার চুপ করে বসে নেই।
সরকারে পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।
এখানে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766