ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে: ফখরুল

redtimes.com,bd
প্রকাশিত মে ১৯, ২০২৩, ০৪:২১ অপরাহ্ণ
সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে: ফখরুল
সদরুল আইন,নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে, গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সন্ত্রাসকেই রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করেছে।
সে কারণে বিরোধী দলীয় কোনো কর্মসূচিকেই সহ্য করতে পারছে না। মানুষের আওয়াজ শুনলেই ক্ষমতাসীন গোষ্ঠী আতঙ্কিত বোধ করছে।’
শুক্রবার (১৯ মে) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বেড়ে যাচ্ছে। সরকারের লোকেরা সর্বত্র সিন্ডিকেট তৈরি করে জনজীবনকে বিপর্যস্ত করে যাচ্ছে।
এই অনাচার আড়াল করতে অবৈধ গণবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে।
 সরকারি বাহিনী গুম-খুন, মামলা, গ্রেফতারসহ নানা ধরনের নিপীড়ন নির্যাতন নামিয়ে এনেছে আন্দোলনরত বিরোধী শক্তির ওপর।’
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের ওপর এই নিপীড়ন-নির্যাতন করেও বিএনপির কর্মসূচিকে বানচাল করতে পারবে না। গনতন্ত্র অর্জনের জন্য গনতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে তাদের নীলনকশা বাস্তবায়ন হবে না।
জনগণ জেগে উঠেছে। তাদের হারানো অধিকার ফিরে পেতে, তারা এখন দুঃশাসনের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031