বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর এম, এম অাকাশ বলেন ,সরদার আমিন একজন শক্তিমান লেখক । তার বই থেকে আমাদের অনেক কিছু জানার আছে । শেখার আছে । তিনি গতকাল একুশের বইমেলায় সরদার অামিন রচিত "ভারত ভ্রমণ ও ইতিহাসের জানালা" বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে এ কথা বলেন ।
বইটি ছিল সরদার অামিন এর ৭ম প্রকাশনা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেল-গ্যাস অান্দোলন ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বিশিষ্ট ভাস্কর শিল্পী ভাস্কর রাশা , ব্লাষ্ট কর্মকর্তা শাহরিয়ার পারভিন কাকলী; নাগরিক সংহতি নেতা শরীফুজ্জামান শরীফ, ; সাবেক বাসদ নেতা হাসান অালী, ইঞ্জিনিয়ার্স অার্কিটেক্ট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সাধারণ সম্পাদক প্রকৌশলী নিমাই গাঙ্গুলী , বিশিষ্ট কবি ও সাধারণ সম্পাদক অনলাইন মিডিয়া এসোসিয়েশন সৌমিত্র দেব, জয়তি প্রকাশনীর কর্ণধার মাজেদুল ইসলাম পায়েল, সাবেক তত্তাবধায়ক প্রকৌশলী, পিডিবি প্রকৌশলী বিধু ভুষণ সরকার প্রমুখ। প্রকাশক 'জয়তি', স্টল নং ৪৭০-৪৭১।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com