ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি রবিউল, সম্পাদক রুমী

sumon
প্রকাশিত জুন ৫, ২০২২, ০৫:০৬ অপরাহ্ণ
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি রবিউল, সম্পাদক রুমী
মায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিশালের প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত  সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৯০০ জন। মোট ভোট কাস্ট হয়েছ ১৪৪৬ টি।
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার এদিন রাত ৯ টায় সরকারিভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন।
শনিবার (৪ জুন) সরাদেশের  ৮ বিভাগে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও নিবেদিত এই শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ  সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা ও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে রবিউল ইসলাম সবুজ বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে এবং আকুন্ঠ সমর্ধন ও সার্বজনীন ভোটে নির্বাচিত করায় আমি মুগ্ধ হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ার অংশ হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে পরিকল্পনা ও ভাবনা রয়েছে আমার সুপ্রিয় সহকর্মিগণ আমার হাতে বিজয়ের পতাকা তুলে দেয়ায়, আমি তা আন্তরিকার সাথে মাঠ প্রর্যায়ে সহকর্মিদের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে বাস্তবায়ন করার অঙ্গিকার করছি। পাশা পাশি আমার জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে হলেও সহকর্মিদের সুখে দুঃখে পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031