সহায়ক সরকারের কোনো রূপরেখা দিতে পারেনি বিএনপি ’, বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এবিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত আট বছরে সহায়ক সরকারের কোনো রূপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী কোন সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি। ২০১৪ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিলো, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে।’
মন্ত্রী বলেন, ‘কোনো রূপরেখা না দিয়ে বরং বিএনপি সারাদেশে হত্যা-খুন-সংঘর্ষ ও তান্ডব চালিয়েছে। সেকারণেই নির্বাচনকালে সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির চক্রান্ত ও রহস্যর রাজনীতি।’
উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ইনু বলেন, ‘সরকার নির্বাচনে ভয় পেলে নির্বাচনই দিতো না। সংবিধানুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন করা হচ্ছে।’
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপরই তথ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকার মিরপুরে একটি সমাবেশে যোগ দেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com