ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সহিংসতায় সারাদেশে অন্তত ৫৯ জন নিহত

redtimes.com,bd
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ণ
সহিংসতায় সারাদেশে অন্তত ৫৯ জন নিহত

 

টাইমস নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৫৯জন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তারা মারা গেছেন।

এর মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সিরাজগঞ্জে। সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই পুলিশ বলে নিশ্চিত করেছেন বাহিনীর কর্মকর্তারা।

আর ঢাকায় মারা গেছেন কমপক্ষে ছয় জন, যাদের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন।

এছাড়া ফেনীতে আটজন, নরসিংদীতে ছয়জন, রংপুরে দুইজন, মুন্সিগঞ্জে তিনজন, মাগুরায় দুইজন, বগুড়ায় তিনজন, পাবনায় তিনজন, সিলেটে দুইজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লায় দুইজন এবং বরিশালে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031