জাকির হোসেন, সালথা (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা নিরসনে মত বিনিময় সভা করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী (লাবু)।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম এর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,
সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহমেদ, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন