সহ্য অসহ্য

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

সহ্য অসহ্য
হাসিদা মুন

 

বাইরে চকচকে চন্দ্রপ্রভা
ভিতরে তোলপাড় করছে অন্ধকার
স্থল রাতের অনন্ত নক্ষত্র
আমার সাথে নাচছে কিছু সূর্যালোক…

 

আলোকিত করার আমন্ত্রণে উদ্যোগী চন্দ্রাবেশ
ভিতরে আগুন ছেঁড়া স্ট্রেস-
বিরক্তিকর জনজীবন
শিরোনামহীন ভবিষ্যত
বন্য আকাঙ্ক্ষায় উন্মত্ত সবাই
অজানা পাপে চিরস্থায়ী জ্বলুনির কবলে দেশ …

 

নাম প্রকাশে ব্যস্ত- অসৎ রাজনীতিবিদ
শুকনো দানায় শস্য -কামলার অযত্নে অফসল
বাড়ি ছাড়া পাগল -ভীড়ে রাস্তা ভুলে গেছে
ক্লান্ত ফেরা পথিক – কর্ম খালি নাই দেখেছে
আগুনের মতো আগুন – নেভাতে হয়রান ফায়ার ব্রিগেড
মস্তিষ্কে জ্বলজ্বল করে- বিগত ,বিকৃত বানোয়াট ইতিহাস
সত্যিকার অর্থে যা- এখন অর্জন করা সম্ভব নয় …

 

গভীরতর আতঙ্কিত ক্ষতির সাথে
খানিকটা হতাশাও কাজ করে
মারাত্মকভাবে নিমজ্জিত সহ্য
নিছক প্রকাশ করার নেই সহজ উপায়
স্বাধীন তো নয়ই বন্দীদের মতো আচরণ
বাস্তবতার কল্পনায় বিভ্রান্ত চারিপাশ …

 

আমাদের নিরাময় করতে এই অস্পষ্ট পাপ
প্রতিদিনই কি অবশ্যই বলতে হবে –
সহ্য করবো
সহ্য করতেই হবে
আবেগ এবং বিপদের তরঙ্গ বাজিয়ে …

 

হাসিদা মুন ঃ কবি