১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
বাইরে চকচকে চন্দ্রপ্রভা
ভিতরে তোলপাড় করছে অন্ধকার
স্থল রাতের অনন্ত নক্ষত্র
আমার সাথে নাচছে কিছু সূর্যালোক…
আলোকিত করার আমন্ত্রণে উদ্যোগী চন্দ্রাবেশ
ভিতরে আগুন ছেঁড়া স্ট্রেস-
বিরক্তিকর জনজীবন
শিরোনামহীন ভবিষ্যত
বন্য আকাঙ্ক্ষায় উন্মত্ত সবাই
অজানা পাপে চিরস্থায়ী জ্বলুনির কবলে দেশ …
নাম প্রকাশে ব্যস্ত- অসৎ রাজনীতিবিদ
শুকনো দানায় শস্য -কামলার অযত্নে অফসল
বাড়ি ছাড়া পাগল -ভীড়ে রাস্তা ভুলে গেছে
ক্লান্ত ফেরা পথিক – কর্ম খালি নাই দেখেছে
আগুনের মতো আগুন – নেভাতে হয়রান ফায়ার ব্রিগেড
মস্তিষ্কে জ্বলজ্বল করে- বিগত ,বিকৃত বানোয়াট ইতিহাস
সত্যিকার অর্থে যা- এখন অর্জন করা সম্ভব নয় …
গভীরতর আতঙ্কিত ক্ষতির সাথে
খানিকটা হতাশাও কাজ করে
মারাত্মকভাবে নিমজ্জিত সহ্য
নিছক প্রকাশ করার নেই সহজ উপায়
স্বাধীন তো নয়ই বন্দীদের মতো আচরণ
বাস্তবতার কল্পনায় বিভ্রান্ত চারিপাশ …
আমাদের নিরাময় করতে এই অস্পষ্ট পাপ
প্রতিদিনই কি অবশ্যই বলতে হবে –
সহ্য করবো
সহ্য করতেই হবে
আবেগ এবং বিপদের তরঙ্গ বাজিয়ে …
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com