প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও নির্দেশনা মোতাবেক সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইতিমধ্যে নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়াসহ ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনে এসে টাঙ্গাইলের রাবনা বাইপাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বছর বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সড়ক মহাসড়কগুলো খারাপ হয়ে গেছে। ঈদে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহনীয় পর্যায়ে রাখতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের অধীন সকল সড়ক-মহাসড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com