ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সাংবাদিকদের স্বার্থ নবম ওয়েজ বোর্ডে গুরুত্ব পাবে

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৮, ০৪:১২ অপরাহ্ণ
সাংবাদিকদের স্বার্থ নবম ওয়েজ বোর্ডে গুরুত্ব পাবে

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের, নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম । তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না । টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সঙ্গে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে । এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি । প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে । তখন ওয়েজ বোর্ড ঘোষণায় আর সময় লাগবে না । আমরা আশা করছি খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে ।

এফডিসির বিষয়ে তারানা হালিম বলেন, চলতি বছরে বাকি সময়ের মধ্যে এফডিসিকে লাভজনক অবস্থায় আনতে না পারলেও ঘাটতির পরিমান অর্ধেকে আনা হবে । বিদেশে কর্মরত শ্রমিকদের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে তারানা হালিম বলেন, বিদেশি মিশনগুলোতে বাংলাদেশি যেসব শ্রমিক কাজ করছেন তাদের অনুকূল ভাবমূর্তি তৈরিতে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিদেশিদের কাছে পৌঁছে দেয়ার কাজ হাতে নেবে তথ্য মন্ত্রণালয় ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930