সিলেট শহরতলী মেজরটিলার বাসিন্ধা সাংবাদিক জামালের স্ত্রী তফুরা বেগম রত্না (২০) সে গত ১৬/০৭/১৭ ইং রোববার রাত অানুমানিক ৯ টার সময় তাহার স্বামীর ঠিকানাধীন বাসা শ্যামলী ,আ/এ ব্লক বি – রোড নং ২ / বাসা নং ৪২ হইতে পরিবারের সকলের অগুচরে সে অন্যত্র পালিয়ে যায়। বাসায় তার দীর্ঘ সময় উপস্থিতি না পাওয়ায় সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখোঁজি করে পাওয়া যায়নি । এমতাবস্থায় রত্নার ব্যবহৃত মোবাইলে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এসময় বিদুৎ না থাকায় পরক্ষনে বিদুৎ আসায় তার আলোতে আলমারি, লাকিছ এলোমেলো দেখতে পাওয়া যায়। তখন পরিবারের সকল সদস্য মিলে বাসার আসবাব পত্র তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র, রত্নার নিকট জামালের রক্ষিত দুই লক্ষ দশ হাজার এবং রত্নার ব্যবহৃত ৩ ভরি স্বর্ণালংকার এবং তাহার প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়া যায়। এছাড়া জমালের রাখা নগদ টাকাকড়ি নিয়ে পালিয়ে যায় রত্না ।
এ বিষয়ে আজ সোমবার শাহ পরান (রহঃ) থানায় জামাল বাদী হয়ে একটি সাধারণ ডায়রী করেন। যার ডায়রী নং-৮১৪।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com