এসবিএন: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যকান্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সিলেটে কর্মরত সাংবাদিকরা।
সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এশোসিয়েশন ইমজা এই মানববন্ধনের আয়োজন করে।
সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেল ৪টায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ৪ বছর অতিবাহিত হলেও আলোচিত এই হত্যাকান্ডের কোনো বিচার হয়নি এখনো।
সরকারও এ ব্যাপারে আশ্চর্য ধরনের নিরব। বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করে বক্তারা বলেন, দু’জন বিশিষ্ট সাংবাদিককে হত্যার পর সাংবাদিক সমাজ রাজপথে নামলেও বিচার হচ্ছে না এই হত্যাকান্ডের। গণমাধ্যম আন্দোলন করেও যদি বিচার না পায় তা হলে সমাজে হতাশা দানা বাঁধবে।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এশোসিয়েমনের সভাপতি আনিস রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি শেখ নাসির, মহানগর শিক্ষক সমিতি সিলেটের সভাপতি আব্দুল জলিল, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবদুর রহমান, সিলেটের ডাকের ডেপুটি চীফ রিপোর্টার তাজ উদ্দিন, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, এসএ টিভির সিলেট ব্যূরো প্রধান আব্দুল আলিম শাহ, মাছরাঙা টেলিভিশনের সিলেট প্রধান শাকির হোসাইন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, উত্তরপূর্বের নিহার পুরকায়স্থ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার গুলজার আহমদ, চ্যানেল এসের চীফ ক্যামেরাপারসন লিটন চৌধুরী, বাংলাটিভির চীফ রিপোর্টার আহমাদ সেলিম, বাংলাটিভির চীফ ক্যামেরাপারসন এস আলম আলমগীর, দেশটিভির ক্যামেরাপারসন আশরাফুল কবির, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন গোপাল বর্ধন, প্রথম আলোর আলোকচিত্রি আনিস মাহমুদ, চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, বৈশাখি টিভির ক্যামেরাপারসন শামিম হোসেইন সামি, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপরসন শুভ্র দাস রাজন, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মোয়াজ্জেম সাজু, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু, দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান, চ্যানেল নাইনের ক্যামেরাপারসন শাকিল আহমদ সোহাগ, এশিয়ান টিভির ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম, চ্যানেল এসের ক্যামেরাপারসন আলাউদ্দিন হেলাল, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসাইন, মনিরুজ্জামান রনি, শ্যামল সিলেটের ফটোসাংবাদিক ইকরাম হোসেন, যমুনা টিভির আইটি কর্মী সুমিত পাল, চ্যানেল টুয়েন্টিফোরের ভিডিও এডিটর আব্দুল হাসান নান্নু, উত্তরপূবের ফটো সাংবাদিক নুরুল, ফোকাস বাংলার ফটোসাংবাদিক দেশ আফজাল, সিলেট সুরমার ফটোসাংবাদিক শহীদুল ইসলাম, ওয়ান নিউজের প্রতিনিধি নুরুল ইসলাম, সংবাদকর্মী হেনা মম, বাউল শিল্পী শিতন বাবু, নাট্যকর্মী ও আইনজীবি দেবব্রত চৌধুরী লিটন, নাট্যকর্মী সিরাজ উদ্দিন শিরুল, ধ্রুবজ্যোতি দে, রকিবুল হাসান রুমন, আবু বকর আল আমিন, নকিব চৌধুরী প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com